ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

রাজশাহী: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সম্রাট হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে মহানগরীর কাটাখালী থানার হরিয়ান ও হাজরাপুকুর এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সম্রাট কাটাখালী পৌরসভার বাখরাবাজ মোল্লাপাড়া মহল্লায় আবদুল আলীমের ছেলে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বাংলানিউজকে জানান, সকালে রাজশাহী থেকে একটি মেইল ট্রেন পাবনার ঈশ্বরদী যাচ্ছিলো। এ ট্রেনের নিচে কাটা পড়ে সম্রাট নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি জানান, এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় তদন্ত চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে বলেও জানান ওসি সাঈদ ইকবাল।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।