পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় ১৬৩ বস্তা সরকারি চাল কালোবাজারে বিক্রির সময় হাতে নাতে ধরা পড়েছেন আব্দুর রহমান সরদার (৫০) নামে এক ব্যক্তি।
এ ঘটনায় শুক্রবার (০৫ মার্চ) সকালে ভান্ডারিয়া থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০৪ মার্চ) রাতে স্থানীয় খেয়াঘাট সড়কের ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিক্রির উদ্দেশ্যে বস্তা বন্দি করা হচ্ছিলো। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশ গিয়ে সেখানে থাকা ওই সব চাল উদ্ধার করে।
ওই সূত্র জানান, ওই দোকানের মালিক মো. আলমগীর কবিরাজ দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলাসহ বিভিন্ন জেলা ও উপজেলার টিআর, কাবিখাসহ বিভিন্ন সুবিধাভোগীদের জন্য বরাদ্দ করা সরকারি চাল কমমূল্যে কিনে বস্তা বন্দি করে তাতে মিনিকেট বা কিছু উন্নতমানের চাল মিশিয়ে ‘নুরজাহান ব্র্যান্ড’ নামে উন্নত চাল হিসেবে বাজারজাত করে আসছিলেন।
ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বলেন, সন্ধ্যায় সরকারি চাল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় খেয়াঘাট সংলগ্ন মায়ের দোয়া এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, সরকারিভাবে দেওয়া খাদ্যবান্ধবসহ বিভিন্ন সরকারি চাল সেখানে মজুদ করে রাখা হয়েছে। ওই সব চাল মোড়ক পরিবর্তন করে বিক্রির জন্য সেখানে রাখা হয়েছিল। সেখানে মোট ১৬৩ বস্তা চাল পাওয়া গেছে। ওই সব বস্তার প্রতিটিতে ৩০ কেজি করে চাল রয়েছে। ওই বস্তাগুলোতে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা রয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী বাদী হয়ে চালের বিক্রেতা মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক আলমগীর হোসেন ও ওই চাল বিক্রির এজেন্সির ম্যানেজার আব্দুর রহমান সরদারের বিরুদ্ধে মামলা করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
এসআই