ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে বইয়ের বি‌নিময়ে বই কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
বরিশালে বইয়ের বি‌নিময়ে বই কর্মসূচি

বরিশাল: ব‌রিশা‌লে প্রথমবা‌রের মতো ‘বই‌য়ের বি‌নিম‌য়ে বই’ কর্মসূচির উদ্বোধন করা হ‌য়ে‌ছে। দুই দিনব‌্যাপী এ কর্মসূচি‌তে এক‌টি বই দি‌য়ে এক‌টি বই পড়ার সু‌যোগ পা‌বেন পাঠকরা।

শুক্রবার (০৫ মার্চ) বিকেল ৫টায় ব‌রিশাল নগ‌রের বঙ্গবন্ধু উদ‌্যা‌নে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রা‌জিব আহ‌ম্মেদ।

গ্রন্থদ্বীপ সংগঠ‌নের আ‌য়োজ‌নে কর্মসূচি‌তে প্রথম পর্যা‌য়ে দুই হাজার বই সংগ্রহ করা হ‌য়ে‌ছে পাঠক‌দের জন‌্য। বইগু‌লো পড়‌তে পাঠককে এক‌টি বই দি‌য়ে এক‌টি বই নি‌তে হ‌বে।

উদ্যেক্তা মাহফুজ রায়হান ব‌লেন, সাধারণ মানুষ‌কে বই পড়‌তে উদ্বুদ্ধ করতে আমা‌দের এই উদ্যোগ। আমরা নি‌জে‌দের ম‌ধ্যে থে‌কেই দুই হাজার বই সংগ্রহ ক‌রে‌ছি। অনেকের বাসায় অনেক বই র‌য়ে‌ছে, যা তারা পড়‌ছেন না। সেই বইগু‌লো এখা‌নে দি‌য়ে তারা পছ‌ন্দের বই নি‌তে পার‌বেন এখান থে‌কেই।

শেখ সুমন না‌মে আরেক উদ্যোক্তা ব‌লেন, আমা‌দের ৪০ জ‌নের বেশি পাঠক এই উদ্যোগে সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন। তাছাড়া শুভাকাঙ্ক্ষীরাও বই দি‌য়ে সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন। শ‌নিবারও তিনটা থে‌কে সন্ধ‌্যা সাতটা পর্যন্ত এই কর্মসূচি চল‌বে। আশা কর‌ছি অনেক বইপ্রেমী মানু‌ষের সমাগম হ‌বে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।