ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় দুই মাদক বিক্রেতা আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
আশুলিয়ায় দুই মাদক বিক্রেতা আটক

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ৫০৩ পুড়িয়া হেরোইন ও ৪১ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৫ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত নূর হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও বাগেরহাট জেলার কচুয়া থানার মসনি গ্রামের মোবারক হোসেনের ছেলে মনির হোসেন।

পুলিশ জানায়, রাতে আশুলিয়ার বাইপাইল বিসমিল্লাহ হোটেলের সামনে কয়েকজন মাদক বিক্রেতা মাদক ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন জাহাঙ্গীর ও মনিরকে আটকের পর তল্লাশি চালিয়ে ৫০৩ পুড়িয়া হেরোইন ও প্রায় অর্ধশত ইয়াবা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই জন পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই মাদক বিক্রেতা জানায় পলাতক দুই জন হলেন আবুল হোসেন ও জাহিদুল ইসলাম।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বাংলানিউজকে বলেন, আটক দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার (৬ মার্চ) দুপুরে রিমান্ড চেয়ে তাদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে। একই সঙ্গে পলাতক দুই জনকেও গ্রেফতারের চেষ্টা চলছে

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।