ঢাকা: নগরবাসীর বিনোদনের জন্য রাজধানীর বনানী-১ এলাকায় অত্যাধুনিক শহীদ যায়ান চৌধুরী মাঠ ও প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ মার্চ) সকাল ১১টায় এই মাঠের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শহীদ যায়ানের নানা শেখ ফজলুল করিম সেলিম এমপি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ যায়ান চৌধুরীর দাদা মতিনুল হক চৌধুরী, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, যায়ান চৌধুরীর বাবা মশিউল হক চৌধুরী ও ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
স্বাগত বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থপতি ইকবাল হাবিব।
প্রায় সাড়ে ৫ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এই মাঠ নির্মাণ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এই মাঠে খেলাধুলা, হাঁটাসহ বিনোদন করতে পারবেন নাগরিকরা।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
টিএম/আরএ