ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কারখানায় আগুন, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
গাজীপুরে কারখানায় আগুন, নিহত ১

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাঙনাহাটি এলাকায় একটি কারখানার গুদামে আগুন লেগে এক শ্রমিক নিহত হয়েছেন।  

শনিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

 

নিহত শ্রমিক হলেন- ঢাকার দোহার থানার কুসুমহাটি এলাকার সূর্য শিকদারের ছেলে মাসুম সিকদার (৩৮)।  

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ বাংলানিউজকে জানান, সকালে উপজেলার দক্ষিণ ভাঙনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানার টিনসেড গুদামে আগুন লাগে। এ সময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ওই কারখানার শ্রমিক মাসুম মারা যান। এতে কমপক্ষে আরও পাঁচ জন আহত হয়েছেন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।  

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, ওই কারখানায় সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।