ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীবরদীতে জলমহালে লুটপাটের প্রতিবাদে মানববন্ধন 

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
শ্রীবরদীতে জলমহালে লুটপাটের প্রতিবাদে মানববন্ধন  লুটপাটের প্রতিবাদে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

শেরপুর: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে নৌকা, জাল-মাছ লুটসহ অবৈধ দখল উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের ডাকবাংলার সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

সম্মিলিত মৎস্যজীবী সমবায় সমিতি এর আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন একতা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা জলকেশররায় বিল ইজারা নেওয়ার পর থেকে স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে কুচক্রীরা বিলের নৌকা, জাল ও মাছ লুট করে নিয়ে যায়। এমনকি জলমহালে ধান চাষ করে মাছ চাষে ব্যাহত করছে। এতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা যথা সময়ে পুলিশের সহযোগিতা পাইনি। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত আইনি ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।

আরও বক্তব্য রাখেন একতা মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীরা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।