ঢাকা: ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শনিবার (৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৭ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে (বাদ যোহর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সব শহীদদের রূহের মাগফিরাত কামনা করে কুরআনখানি দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
একইসঙ্গে ৭ই মার্চ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একডেমি ও সব অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সব শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এইচএমএস/এএটি