ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (০৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা এলাকায় ও দুপুরের দিকে কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামে আঞ্চলিক সড়কে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন বাংলানিউজক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা দুই শিশু হলো- বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের ওয়ালীউল্লাহ মিয়ার ছেলে ইয়ামিন (৮) ও কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের শাহআলম মিয়ার ছেলে আদিব (৯)।
পুলিশ কর্মকর্তারা জানান, অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় শিশু ইয়ামিন। তাকে উদ্ধার করে স্থানীয় সলিমগঞ্জ অলিউর রহমান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে নির্মাণাধীন নবীনগর-শিবপুর-রাধিকা সড়কের ব্রাহ্মণহাতা গ্রামে সড়ক সংলগ্ন বাড়ি থেকে শিশু আদিব বের হওয়া মাত্রই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এসআরএস