ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় পুকুর থেকে ৪০০ বছরের পুরনো মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
সাতক্ষীরায় পুকুর থেকে ৪০০ বছরের পুরনো মূর্তি উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় ইটভাটার জন্য মাটি কাটার সময় পুকুর থেকে ৪০০ বছরের পুরনো একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৬ মার্চ) সকাল ১০টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরার বাবুরপুকুর থেকে মূর্তিটি উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, স্থানীয় মোল্লা ব্রিকসের লোকজন স্কেভেটর দিয়ে পুকুরের মাটি তুলছিল। মাটি কাটার সময় মূর্তিতে কোদালের কোপ লাগে। তখন সেটি তুলতেই মুহূর্তেই সোনার মূর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি তাদের হেফাজতে নেয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বাংলানিউজকে জানান, ইটভাটার জন্য মাটি কাটার সময় মূর্তিটি পাওয়া গেছে। সেটি এখন পুলিশ হেফাজতে হয়েছে। তিনি আরো জানান, স্বর্ণকার দিয়ে পরীক্ষা করা হলে তারা জানিয়েছেন, এটি স্বর্ণ নয় পিতলের মূর্তি। মূর্তিটির ওজন এক কেজি ৪০০ গ্রাম। মূর্তিটি ৪০০ বছরের পুরাতন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।