ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তরুণ প্রজন্মের হাতে আগামীর দেশ: প্রতিমন্ত্রী ফরহাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
তরুণ প্রজন্মের হাতে আগামীর দেশ: প্রতিমন্ত্রী ফরহাদ

মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসনে বলছেন, এই মুজিববর্ষেই তরুণদের দক্ষতা, যোগ্যতাকে বাড়িয়ে গুণাবলি সম্পন্ন মানুষ তৈরি করতে হবে। তবেই উন্নত ও সমৃদ্ধ বাংলাদশে গড়ে উঠবে।

তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসকিভাবে সুস্থ থাকতে হবে। কারণ এ তরুণ প্রজন্মের হাতে আগামীর দেশ। তরুণদের গড়ে উঠতে হবে দক্ষ হয়ে।

শনিবার (০৬ মার্চ) দুপুরে মেহেরপুর শহরে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ম্যারথনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খাঁন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল আলম, গাংনী পৌর মেয়র আহাম্মেদ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।