গাইবান্ধা: গাইবান্ধায় মাদক মামলায় মল্লিকা বেগম (৩৮) নামের এক নারীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া এ মামলার অপর আসামি আইয়ুব আলী মণ্ডলকে (৪৬) খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি মল্লিকা বেগম আদালতে উপস্থিত ছিলেন।
মল্লিকা বেগম জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শাহাপাড়া খলসি গ্রামের আইয়ুব আলী মণ্ডলের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৯ সালে ১শ গ্রাম হেরোইন ও ৩শ ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মল্লিকা-আইয়ুব আলী দম্পতিকে আটক করে পুলিশ। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক মমিরুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
আদালত এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে ১১ নভেম্বর রায়ের দিন ধার্য করেন।
আজ সেই ধার্য তারিখ অনুযায়ী আদালতে দীর্ঘ শুনানি শেষে বিচারক মল্লিকা বেগমকে অমৃত কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া মামলার অপর আসামি আইয়ুব আলীকে খালাস দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এনএইচআর