ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১৪ মিলিয়ন বা এক কোটি ৪০ লাখ টিকা উপহারের ঘোষণা দিয়েছে। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এই টিকা দেওয়া হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় কোভিড-১৯ বিষয়ে ভার্চ্যুয়ালি এক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অংশ নেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১৪ মিলিয়ন ফাইজার টিকা উপহারের ঘোষণা দেওয়া হয়।
এ সময় আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য।
টিকা ছাড়াও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি, ডিফেন্স ডিপার্টমেন্ট, স্টেট ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মাধ্যমে বাংলাদেশকে ১২১ মিলিয়ন বা ১০৫২ কোটি টাকারও বেশি কোভিড-১৯ সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
টিআর/এসআইএস