ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
গাজীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গাজীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকাসহারা এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতের নাম মহরম আলী (৬০)। তিনি শ্রীপুর উপজেলার পাইটালবাড়ী এলাকার মৃত পিছন আলী বেপারির ছেলে।  

ঘটনার প্রত্যক্ষদর্শী আমির হামজা জানান, বরমী থেকে একটি সিএনজি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে মাওনা যাচ্ছিল। এ সময় মাওনা থেকে বরমীগামী বেপরোয়া গতির একটি বালুর ড্রাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী মহরম আলী নিহত হন। এ ঘটনায়  চালকসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ঘাতক ট্রাকটি রেখে চালক পালিয়ে যান।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বালুর ট্রাক ও সিএনজি অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১  
আরএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।