ঢাকা: পরস্পর যোগসাজশে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও তার স্ত্রী কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রভাষক মোছা. কামরুন্নাহারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, (১) মোছা. কামরুন্নাহার, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ (২) মো. রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া এর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৮ লাখ ৩৪ হাজার ৬৫২ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ হস্তান্তর/রূপান্তর/স্থানান্তর করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় দুদক সজেকা-কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক নীল কোমল পাল বাদী হয়ে আজ একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসএমএকে/আরআইএস