ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২  প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পাঁচ তলা বাড়ির নিচ তলার ফ্ল্যাটে লাইনের লিকেজে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় আরেক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে।

শুক্রবার (১২ নভেম্বর) ভোরে ফতুল্লার লালখাঁর মোড়ে মোক্তার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মঙ্গলী রাণী নামে ওই নারী। তিনি দুর্ঘটনা কবলিত বাড়ির পাশের ভাড়াটিয়া।

জানা গেছে, দুর্ঘটনায় বাড়ির ৫টি রুমসহ পাশের আরও দুটি বাড়ির দেওয়াল উড়ে গেছে। এ সময় মায়া রানী নামে এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে । আরও অন্তত ১৫ জন নারী-পুরুষ ও শিশু দগ্ধ হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত ৭ জন আহতের নাম জানা গেছে। তারা হলেন- নাছির (৩৩), হোসেন (৩৩), অহিদুল ইসলাম (৪৫), ঝুমা (২০), মনি (২৫), তুলসি (৫৫) ও রুবেল (২২)।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমানুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মঙ্গলী রাণীর মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।