বরিশাল: জেলার বাবুগঞ্জ উপজেলায় মসজিদের ইমামকে কুপিয়ে বাম হাত বিচ্ছিন্ন করার ঘটনার সাড়ে ৪ ঘণ্টার মধ্যে জড়িত যুবক বাবলু মাঝিকে (২৮) আটক করেছে পুলিশ। সেইসঙ্গে তার কাছ থেকে হামলার ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি (দা) উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান হোসেন।
তিনি জানান, বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর এলাকায় অবস্থিত বাইতুন নূর জামে মসজিদ। সেই মসজিদের ইমাম একই উপজেলার তিলেচর এলাকার মৃত আজাহার আলী বেপারীর ছেলে মো. ইয়াকুব আলী বেপারী (৩৫)। তাকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মসজিদের সামনেই কুপিয়ে গুরুতর জখম করে স্থানীয় বাসিন্দা বাবলু মাঝি।
বাবলু মাঝি ওই (পশ্চিম ইসলামপুর) এলাকার ফরিদ উদ্দিন মাঝির ছেলে। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার একটি মাদরাসা থেকে আলিম পাশ করেছেন।
তিনি আরও জানান, বাবলু মাঝি ধারালো অস্ত্র (দা) নিয়ে ইমামের ওপর হামলা চালায়। এসময় ইমাম ইয়াকুব আলীর বাম হাতের কব্জি এবং ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মসজিদের ইমাম ইয়াকুব আলী বেপারীর ওপর হামলার পরপরই আত্মগোপনে চলে যায় হামলাকারী বাবলু মাঝি। হামলার ঘটনার খবর পেয়ে বাবুগঞ্জ থানা ও আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে তারা স্থানীয় জনগণের সহায়তায় রাত সাড়ে ১১টার দিকে গ্রামের ভেতর থেকে বাবলু মাঝিকে আটক করতে সক্ষম হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবলু মাঝি জানিয়েছে, গত ৪/৫ দিন আগে তিনি মসজিদে অবস্থান করে এতেকাফের মতো ইবাদত করতে চেয়েছিলেন। কিন্তু মসজিদের ইমাম ইয়াকুব আলী বেপারী তাকে মসজিদে থাকতে দেয়নি। এছাড়া আগে থেকেই মসজিদের ইমাম সাহেবের নামাজ পড়ানো পছন্দ হতো না বাবলুর। আর এসব নিয়েই ইমামের ওপর ক্ষিপ্ত ছিলেন তিনি।
তিনি বলেন, আমরা খতিয়ে দেখছি হামলাকারী বিশেষ কোনো মতাদর্শের অনুসারী কিনা। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহতের স্বজনরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, শুক্রবার রাতে ইমাম মো. ইয়াকুব আলী ওই মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় বাবলু মাঝি ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালায়। হামলায় ইমামের বাম হাতের কব্জি এবং ডান হাতেরও দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
আশঙ্কাজনক অবস্থায় ইমাম ইয়াকুব আলীকে প্রথমে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে সড়ক পথে ঢাকায় পাঠানো হয়েছে।
** ইমামের হাত কেটে নিল যুবক
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এমএস/আরএ