ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা সিরাজগঞ্জের মানচিত্র

সিরাজগঞ্জ: ৫ বছরের শিশু সন্তানকে গলাটিপে করে হত্যার পর নিজের শরীরে ব্লেড দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন লিপি খাতুন নামে মানসিক বিকারগ্রস্ত এক মা।

শুক্রবার (১২ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু লিমন (৫) ওই গ্রামের বাসিন্দা ইউএনও অফিসের নাইট গার্ড ইমরুল কায়েসের ছেলে।

গভীর রাতে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আহত অবস্থায় মা লিপি খাতুন একই হাসপাতালে চিকিৎসাধীন।  

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম নিহত শিশুর স্বজনদের বরাত দিয়ে জানান, গৃহবধূ লিপি খাতুন মাঝে মধ্যেই মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়তেন। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ করে সবার অজান্তে নিজের শিশু সন্তান লিমনকে গলাটিপে করে হত্যা করে। এরপর নিজের শরীরে ব্লেড দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। নিহত শিশুর মা লিপি খাতুন হাসপাতালে পুলিশী তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তিনি মানসিক বিকারগ্রস্ত কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।