ঢাকা: রাজধানী গুলশানের লিংক রোডে নির্মাণাধীন শান্তা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে দুটি ইউনিটই আগুন নিয়ন্ত্রণে আনে। বাকি ইউনিটগুলোকে ফেরত পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, শান্তা টাওয়ারের ৪০ তলা ফাউন্ডেশনের কাজ চলছিল। বেসমেন্টে নির্মাণ কাজে ব্যবহৃত মালামাল যেখানে স্তুপ করে রাখা হয়েছে, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। হতাহতের কোনো সংবাদ নেই।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এজেডএস/জেডএ