ঢাকা: রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় আছমা আক্তার রিয়া (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৩নভেম্বর) সকালে সিপাহীবাগ আইসক্রিম ফ্যাক্টরি গলির একটি বাসায় ঘটনাটি ঘটে।
আছমার গ্রামের বাড়ি বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কালাইকাছর গ্রামে। তার বাবার নাম নাসির গাজি।
নাসির জানান, রিয়া সিপাহীবাগ আইসক্রিম ফ্যাক্টরি গলিতে স্বামী ওবায়দুল ইসলাম ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতো। স্বামী ওবায়দুল আগে প্রাইভেটকার চালালেও বর্তমানে কিছুই করেন না।
তিনি আরও জানান, এক বছর ধরে স্বামীর সঙ্গে ঝগড়া চলছিল রিয়ার। তার স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। এ বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। সকালে হঠাৎ ফোন দিয়ে বাসায় আসতে বলে রিয়া। পরে বাসায় এসে দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পাওয়া যায়। পরে দরজা ভেঙ্গে ঘরের রিয়াকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই আমরা। পরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে স্বামী ওবায়দুল পলাতক রয়েছে।
ঢামেক হাসপাতালের হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, রিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানায় জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এজেডএস/এনএইচআর