ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনায় বাল্কহেডে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
মেঘনায় বাল্কহেডে আগুন মেঘনায় বাল্কহেডে আগুন

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদী এলাকায় এম ভি ফারুক নামে একটি বাল্কহেডে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বাল্কহেডে থাকা কেউ হতাহত হননি।

শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন সূত্রে জানা যায়, বাল্কহেডটি বরিশাল থেকে খালি কার্টুন নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে গ্রীন বয়ার কাছে এলে কার্টুনে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের জাহাজ অগ্নিবিনাশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাল্কহেডে থাকা ৬ জনকে উদ্ধার করে।

চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম বাংলানিউজকে বলেন, ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং হতাহতের ঘটনাও ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।