পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত অতিক্রম করে অবৈধপথে ভারত থেকে গরু আনতে গিয়ে আলামিন হোসেন (২৮) নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে ওই ব্যবসায়ীকে আইনি প্রক্রিয়ায় ভারতীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে, গত শুক্রবার (১২ নভেম্বর) ভারতীয় একটি গণমাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বাংলাদেশি যুবক গ্রেফতার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তের রাজগঞ্জের গিরানগছ বিওপি এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে আটক করে বিএসএফ। পরে তাকে রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকের নাম আলামিন হোসেন (২৮) জানা যায়। তার বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানা এলাকায়। একই সঙ্গে শুক্রবার আটক ওই যুবককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বাংলানিউজকে বলেন, গরু আনতে গিয়ে ভারতে বাংলাদেশি যুবক আটকের কোনো খবর আমাদের কাছে আসে নি। বিষয়টি আমরা দেখছি।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এনটি