ঢাকা: ১৯৭৫ সালে প্রথম রাশিয়ান ব্যক্তি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন পরমাণু বিজ্ঞানী আন্দ্রেই শাখারভ। গত ১০ নভেম্বর ছিল বিশ্ব বিজ্ঞান দিবস ও শাখারভের জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচির শেষ দিন।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
পরমাণু বিজ্ঞানী শাখারভ হাইড্রোজেন বোমা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিশ্বকে নিরস্ত্রীকরণ এবং মানবাধিকারের একজন সুস্পষ্ট প্রবক্তা হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। সোভিয়েত সরকারের সঙ্গে মতবিরোধের জের ধরে দেশত্যাগ করে তিনি বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
রাশিয়ার নিঝনি নভগোরাদে মায়াক একাডেমি অবস্থিত, যা রোসাটম এবং নিঝনি নভগোরাদ সরকারের একটি যৌথ প্রকল্প। এই অঞ্চলটি সারোভ শহরে অবস্থিত এবং বর্তমানে অল-রাশিয়ান সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অব এক্সপেরিমেন্টাল ফিজিক্স হিসেবে পরিচিত। এই প্রতিষ্ঠানে শাখারভ তার কর্মজীবনের একটি বড় অংশ অতিবাহিত করেন। জায়গাটি রাশিয়ার পারমাণবিক শিল্পের আঁতুরঘর হিসেবে অতি পরিচিত।
মায়াক একাডেমির নতুন নামকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুশ বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট আলেক্সান্ডার সের্গেইয়েভ।
তিনি বলেন, রোসাটম এই নতুন নামকরণের প্রস্তাব দেওয়ার পর শাখারভের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি তা সর্বসম্মতভাবে অনুমোদন দেয়। শাখারভ ছিলেন নিঃসন্দেহে একজন দূরদৃষ্টিসম্পন্ন বিজ্ঞানী এবং তিনি ভবিষ্যতের রূপরেখা প্রণয়ন করে গেছেন।
রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচোভ বলেন, বিজ্ঞানী শাখারভ বিংশ শতাব্দীর অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন। রাশিয়ার প্রতিরক্ষা ক্ষমতা ও সুরক্ষা সুসংহতকরণে তার গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শাখারভের নাতনী মারিনা শাখারভা লিবারম্যান বলেন, শাখারভ নিয়ন্ত্রিত নিউক্লিয়ার ফিউশন রিয়্যাক্টর ‘টকামাক’-এর ধারণা প্রস্তাব করেছিলেন। এছাড়াও তিনি আয়ন ক্যাটালাইসিস ধারণার উদ্ভাবক, যা বর্তমান পদার্থবিদ্যার নতুন একটি শাখার ভিত্তি তৈরি করেছিল।
নামকরণ অনুষ্ঠান শেষে কমিশন অব দ্য রাশান ফেডারেশন ফর ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় প্রথিতযশা রুশ এবং বিদেশি বিজ্ঞানীদের অংশগ্রহণে ‘শান্তি ও উন্নয়নে আন্তর্জাতিক বিজ্ঞান’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনার উপপাদ্য বিষয় ছিল বিজ্ঞান ও প্রযুক্তির নীতিগত দিক এবং আবিষ্কারের ক্ষেত্রে বিজ্ঞানীদের দায়িত্ববোধের সীমা।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এসকে/এনএসআর