সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার চৌদ্দরশি ব্রিজের নিচ থেকে ১৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।
শনিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) সুলতান আহম্মদের নেতৃত্বে একটি আভিযানিক দল চৌদ্দরশি ব্রিজের নিচ থেকে ককসিট ভর্তি ১৩ কেজি হরিণের মাংস উদ্ধার করে।
এসময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ শিকারির দল দ্রুত পালিয়ে যায়।
উদ্ধারকৃত হরিণের মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান বাংলানিউজকে বলেন, হরিণ শিকারের সঙ্গে জড়িতদের শনাক্তকরণের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এনটি