ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগি লাইনচ্যুত

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

যশোর: যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর রেলস্টেশনে ৩ নম্বর লাইনে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।  

যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আয়নাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনটি যশোর স্টেশনে পৌঁছালে প্রথম লাইন থেকে তৃতীয় লাইনে যাওয়ার সময় ট্রেনের দ্বিতীয় বগির কপলিংক ছিঁড়ে যায়। এতে ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধারে খুলনা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে।  

আয়নাল হোসেন জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঘণ্টা চারেক সময় লাগবে। লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ অনুসন্ধান করছি। এদিকে লাইনচ্যুত হওয়া ট্রেনটির চারটি বগি যশোর চাঁচড়া-দড়াটানা সড়কের ওপর আটকে থাকায় যশোর শহর থেকে চাঁচড়া চলাচলের সড়কও বন্ধ হয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।