বরিশাল: বরিশাল বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস ও নৌকা মার্কার সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ইউনিয়নের মানিককাঠী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নৌকা প্রতীকের সমর্থনে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন দেয় স্থানীয় আওয়ামী লীগ নেতারা। মোটরসাইকেল বহরটি দোয়ারিকা হয়ে রহমতপুরের দিকে আসার পথে মানিককাঠী এলাকায় আসলে আনারস প্রতীকের প্রার্থী সরোয়ার মাহমুদের নির্বাচনী প্রচারের পিকআপ ভ্যান সামনে পরে। এরপর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে ১ জন আহত হয়।
আনারস প্রতীকের প্রার্থী সরোয়ার মাহমুদ জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপরদিকে নৌকা প্রতীকের প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার উজ্জামান মিলন মৃধা বলেন, আনারস প্রতীকের প্রার্থীর সমার্থকরা আমার নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা করে। এ সময় আমার দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এমএস/জেআইএম