ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)-এর ৬৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) রাতে শহরতলীর বিরাসারে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তৌফিকুর রহমান তপু, কোম্পানি সচিব এটিএম শাহ আলমসহ কোম্পানির শেয়ার পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয় ২০২০-২০২১ অর্থবছরে বিজিএফসিএল কর্তৃক ৪২টি কূপ থেকে দৈনিক গড়ে ৬৪৮ মিলিয়ন ঘনফুট হারে মোট ২ লাখ ৩৬ হাজার ৫২৩ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় ১০ হাজার পাইপলাইনের মাধ্যমে পেট্রোবাংলার গ্যাস বিতরণ কোম্পানিসমূহে সরবরাহ করা হয়েছে।
পাশাপাশি কোম্পানির নিজস্ব কূপ সমূহ থেকে ১ লাখ ৫১ হাজার ১৯৪ ব্যারেল কনডেনসেট উৎপাদিত হয়েছে। যা থেকে কোম্পানির মোট রাজস্ব আয় হয়েছে ১ হাজার ১২৫ দশমিক ৬০ কোটি টাকা। আর মোট ব্যয় ৯৫১ দশমিক ৫৮ কোটি টাকা (ভ্যাটসহ) বাদ দিয়ে কোম্পানি ১৭৪ দশমিক ০২ কোটি টাকা করপূর্ব নিট মুনাফা অর্জন করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানি ভ্যাট, লভ্যাংশ এবং আয়কর বাবদ সর্বমোট ৫৫৮ দশমিক ৭১ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
জেআইএম