ঢাকা: বেসরকারি আইএফআইসি ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ব্যাংকটির রাজধানীর বাড্ডা উপ-শাখার দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (১৪ নভেম্বর) সকালে মহাখালী সাততলা বস্তি থেকে আরও দুইজনকে আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপ-শাখার দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টার সময় ব্যাংকের ভেতর থেকে একজনকে আটক করা হয়। পরে আরও দুই জনকে আটক করা হয়েছে।
কিন্তু তারা কিছু লুট করতে পারেনি, তার আগেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি আবুল কালাম আজাদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওসি আবুল কালাম আজাদ বলেন, তারা দীর্ঘদিন ধরে উপ-শাখাটি থেকে টাকা লুটের পরিকল্পনা করেন। সে অনুযায়ী শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ব্যাংকের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
পিএম/আরআইএস