ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ট্রাকচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
ধামরাইয়ে ট্রাকচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে একটি ইটবাহী ট্রাকচাপায় আফসানা আক্তার (২২) নামে এক রিকশার যাত্রী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ধামরাইয়ের জয়পুরা-কাউনসিল শাখা সড়কের জয়পুরা জেলে পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসানা আক্তার ঢাকার ধামরাই থানার কুল্লা ইউনিয়নের হাচুনপাড়ার আফজাল হোসেনের মেয়ে। তিনি ধামরাইয়ের ফুকুটিয়া এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেতেন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে আফসানা আক্তার জয়পুরা বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় ফুকুটিয়ার একটি পোশাক কারখানায় যাচ্ছিলেন তিনি। এসময় জয়পুরা-কাউনসিল সড়কের জয়পুরা জেলে পাড়া এলাকায় পৌঁছালে সামনের থেকে আসা একটি ইটবোঝায় ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে আফসানা মাটিতে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ঘাতক ট্রাকটিকেও আটক করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।