ঢাকা: একাদশ জাতীয় সংসদের ১৫ তম অধিবেশন শুরু হয়েছে। এটি চলতি বছরের পঞ্চম অধিবেশন।
রোববার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অধিবেশনের শুরুতেই স্পিকার সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। এরা হলে শামসুল হক টুকু, এবি তাজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, কাজী ফিরোজ রশিদ ও বাসন্তি চাকমা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের তালিকায় অগ্রবর্তিতা অনুযায়ী এরা অধিবেশনে সভাপতিত্ব করেন।
সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। সাবেক সংসদ সদস্য, মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তি যারা এই সময়ে মৃত্যুবরণ করেছেন তাদের ওপর শোক প্রস্তাব করা এবং সর্বসম্মতিক্রমে এই শোক প্রস্তাব গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এসকে/কেএআর