ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পকেটে নাকি ভিটামিন সি!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
পকেটে নাকি ভিটামিন সি! ...

ঢাকা: সকালে অফিস যাবার জন্য বাসার সামনে থেকে রিকশা নেই। রিকশায় উঠার সময় সামনের দেয়ালে চোখ পড়ে আমার, যেখানে সুন্দর করে লেখা ‘পকেটে কী? ভিটামিন সি’।

পুরো পথ জুড়েই ভিন্ন ভিন্ন দেয়ালে এই লিখন দেখতে পাই।

সাংবাদিকতার সুবাদে অফিসে ঢুকে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চেক করতে হয় আমাকে। আজকে ফেসবুকে খুলেই দেখলাম আমার মতো বেশ কিছু মানুষ এই দেয়াল লিখন দেখেছে এবং তাই নিয়ে কথা বলছে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন শহরের দেয়ালেই নাকি শনিবার (১৩ নভেম্বর) থেকে ‘পকেটে কী? ভিটামিন সি’ এই লেখাটি দেখা যাচ্ছে। বুঝতে পারলাম দেয়াল লিখনটি নিয়ে ইতোমধ্যেই একরকম আলোচনা শুরু হয়েছে। আমার মধ্যেও তাই লিখনটি নিয়ে বেশ কৌতূহল সৃষ্টি হলো, সাংবাদিক বলে কথা। অফিসের নিচে নেমে খোঁজ শুরু করলাম দেয়াল লিখনটি নিয়ে।

অফিসের সামনেই একটি দেয়ালের কাছে দাঁড়িয়ে আশপাশের পথচারীদের জিজ্ঞেস করতে শুরু করলাম দেয়াল লিখন সম্পর্কে। কয়েকজনের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম তাদের মধ্যেও আমার মতোই কৌতূহল কাজ করছে। সবার মনেই পকেটে ভিটামিন সি থাকা নিয়ে নানান প্রশ্ন জাগছে। আসলেই তো! পকেটে কি করে ভিটামিন সি থাকবে? আমরা সবাই জানি ভিটামিন সি টক জাতীয় খাবার কিংবা লেবুতেই সবচেয়ে বেশি থাকে। এখন কি তাহলে আমাদের পকেটে লেবু রাখার কথা বলা হচ্ছে?

যাই হোক, নানান জল্পনা কল্পনা শেষে অফিসে এলাম আর আশেপাশে অন্য সাংবাদিকদের সঙ্গে দেয়াল লিখনটির কথা শেয়ার করলাম। তাদের সঙ্গে কিছুক্ষণ আলাপের পর, একটু ভেবেচিন্তে মনে হলো দেশজুড়ে দেয়ালের এই লিখনটি নিশ্চয়ই বড় কোনো কোম্পানির ক্যাম্পেইনের অংশ। যেখানে সবার পকেটেই ভিটামিন সি পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা করা হচ্ছে। সবার পকেটে ভিটামিন সি পৌঁছে দেওয়ার ভাবনাটি কিন্তু আমার কাছে বেশ সময়োপযোগী বলে মনে হয়েছে। কারণ দেশের মানুষ এখন ভিটামিন সি এর গুরুত্ব সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত। তাই পকেটে ভিটামিন সি পৌঁছে দেওয়ার এই উদ্যোগটি বেশ কার্যকরী হবে বলে ধারণা করছি।

যেই প্রতিষ্ঠানের পণ্যের জন্যই ক্যাম্পেইনটি হোক না কেন, এটি বেশ ব্যতিক্রমী এবং জনসাধারণের মধ্যে একধরনের আলোড়ন তৈরি করতে সফল হয়েছে। আশা করছি বেশ ভালো কিছুই অপেক্ষা করছে আমাদের জন্য। এখন দেখা যাক, ঠিক কীভাবে ভিটামিন সি পৌঁছে যায় আমাদের পকেটে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।