পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরে নিজামপুরে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্টাগার্ড।
রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় হাজিপুর শেখ জামাল সেতুর টোল সংলগ্ন এলাকায থেকে জাটকাগুলো জব্দ করা হয়।
কন্টিজেন্টাল কমান্ডার এম জমির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী বিভিন্ন পরিবহনে অভিযান পরিচালনা করে ৩০ মণ জাটকা জব্দ করে নিজামপুর কোস্টগার্ড। পরে জাটকাগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এসময় এম জমির হোসেন আরও বলেন, জাটকা নিধনকারীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এসময় কেউ জাটকা ধরা, বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
আরএ