ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাড়ি ফেরা হলো না ব্যাংক কর্মকর্তার 

ডিস্ট্রিক্ট কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
বাড়ি ফেরা হলো না ব্যাংক কর্মকর্তার  মো. উজ্জল হোসেন

মাগুরা: শ্রীপুর-মাগুরা সড়কের গাংনালিয়া বাজারে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী অগ্রণী ব্যাংক শ্রীপুর শাখার অফিসার (ক্যাশ) মো. উজ্জল হোসেন নিহত হয়েছেন।  

এ সময় তার মোটরসাইকেলের পেছনে থাকা অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা অভীক মজুমদার আহত হন।

রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জল হোসেন মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড় সলই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।  

উজ্জলের দুই বছর বয়সী এক মেয়ে রয়েছে বলে জানান অগ্রণী ব্যাংক শ্রীপুর শাখার ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম।  

সড়ক দুর্ঘটনায় আহত অভীক মজুমদার বলেন, অফিস শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্রণী ব্যাংক শ্রীপুর শাখা থেকে সহকর্মী উজ্জল হোসেনের মোটরসাইকেলে বসে মাগুরা যাচ্ছিলাম। পথে গাংনালিয়া বাজারে পৌঁছালে একটি নসিমনকে অতিক্রম করার সময় মোটরসাইকেলটি পিছলে আমরা ছিটকে পড়ে যাই।  

তিনি আরও বলেন, আমি ডান দিকে এবং উজ্জল নসিমনের নিচে চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই উজ্জল নিহত হন। আর আমি আহত হয়ে এখন বাসায় আছি।

মাগুরা সদর থানার ওসি মঞ্জুর আলম বলেন, নিহত ব্যাংক কর্মকর্তা উজ্জলের মরদেহ এখন মাগুরা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।