ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২ ঘণ্টা আটকে থাকল সুন্দরবন-১১ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
২ ঘণ্টা আটকে থাকল সুন্দরবন-১১ 

বরিশাল: বরিশাল থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-১১ লঞ্চের পাখার সঙ্গে লোহার তার পেঁচিয়ে কয়েকশত যাত্রী নিয়ে কীর্তনখোলা নদীতে আটকে যায়।  

সেখান থেকে প্রায় দুই ঘণ্টা পর আবার ঢাকার উদ্দেশে যাত্রা করে সুন্দরবন-১১।

লঞ্চের সুপারভাইজার সিরাজুল ইসলাম বলেন, রোববার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে লঞ্চটি বরিশাল নদীবন্দরের ঘাট ত্যাগ করে। এরপর বন্দর সংলগ্ন রাখা ড্রেজারের লোহার তার লঞ্চটির পাখায় আটকে যায়। কিছু সময় চালানোর পর চরকাউয়া এলাকায় পৌঁছলে লঞ্চটি আটকে যায়। লঞ্চে ৪০০ থেকে ৫০০ যাত্রী রয়েছে।  

তিনি বলেন, দুই ঘণ্টা পর পাখা থেকে রশি ছাড়িয়ে লঞ্চ যাত্রা করা হয়।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।