ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইজিপির স্বাক্ষর জাল করে কনস্টেবল নিয়োগে সুপারিশ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
আইজিপির স্বাক্ষর জাল করে কনস্টেবল নিয়োগে সুপারিশ! ...

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের স্বাক্ষর জাল করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে এক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করায় দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- ঝালকাঠি সদর থানা এলাকার বিষ্ণু বর্মন এবং বরিশালের কোতোয়ালি থানা এলাকার স্বপন সিংহ।

রোববার (১৪ নভেম্বর) তাদেরকে গ্রেফতারের বিষয়টি জানান পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান।

তিনি জানান, আইজিপির স্বাক্ষর জাল করে প্রতারক বিষ্ণু ও স্বপন গত ২১ অক্টোবর কনস্টেবল পদে নিয়োগের জন্য একজন প্রার্থীর পরিচয় উল্লেখ করে বাগেরহাটের জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত সুপারিশ করে। পরে তাদেরকে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
পিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।