ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় বিস্ফোরণ, আরও এক তরুণীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
ফতুল্লায় বিস্ফোরণ, আরও এক তরুণীর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে গ্যাসলাইনে বিস্ফোরণে ঘটনায় দগ্ধ ঝুমা রানী (১৯) নামের আরও এক তরুণীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ঝুমার মৃত্যু হয়।

তার শরীরের ৫০ভাগ দগ্ধ হয়েছিল।

এ নিয়ে তিন নারীর মৃত্যু হল। এ ঘটনায় এখনও ঝুমার মা তুলসী রানী আইসিউতে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ২৫ভাগ দগ্ধ হয়েছে।

তুলসী রানীর ছেলে রুবেল জানান, ১২ নভেম্বর ভোরে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় মোক্তার মিয়ার পাঁচতলা বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তার মা বোনসহ তিনজনই দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি দগ্ধ হয়েছে বোন ঝুমার রানী।

তিনি আরও জানান, ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে দুজনই ভর্তি ছিল। তারা আমার মা ও বোন। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আরিফা জহুরা আমার মা ও বোনের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা সরকারি অনুদান দিয়েছিলেন। সেই টাকায় চিকিৎসা চলছে। ওই বাড়িতে বিস্ফোরণে আশপাশের আরও তিনটি বাড়ির দেয়াল ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পাশের বাড়ির ভাড়াটিয়া মায়া রানী ও পথচারী মঙ্গলী রানী এবং আমার বোন ঝুমা রানী নিহত হয়। এঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

এলাকাবাসী জানান, বিস্ফোরণে মোক্তার মিয়ার পাঁচতলা বাড়িটি নিচতলায় ৫টি ঘরের দেওয়াল চূর্ণ হয়ে যাওয়ায় অনেকটা নড়বড়ে হয়ে গেছে। ভবনের পিলারগুলোর রড বেরিয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, যে কোনো সময় ভবনটি হেলে পড়ে আরও হতাহতের ঘটনা ঘটতে পারে।

রান্নার গ্যাস থেকে বাড়িতে বিস্ফোরণ, নিহত ১ আহত ১৫

ফতুল্লায় ভবনে বিস্ফোরণ, আরও এক নারীর মৃত্যু

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।