ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিবর্তন হচ্ছে নারায়ণগঞ্জ এক্সচেঞ্জের টেলিফোন নম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
পরিবর্তন হচ্ছে নারায়ণগঞ্জ এক্সচেঞ্জের টেলিফোন নম্বর

ঢাকা: উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, পঞ্চবটী, পাগলা, বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁও, গোপালদী ও আড়াইহাজার টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন টেলিফোন নম্বরসমূহ বিটিসিএলের এমওটিএন প্রকল্পের মাধ্যমে স্থাপিত এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

পুরাতন টেলিফোন নম্বরসমূহ প্রতিস্থাপনের সময় যথাসম্ভব পুরাতন নম্বরের শেষ ডিজিটসমূহ মিল রেখে নতুন নম্বর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিটিসিএলের জেনারেল ম্যানেজার (মার্কেটিং ও জনসংযোগ) মীর মোহাম্মদ মোরশেদ।

বিটিসিএলের যে কোন নম্বর থেকে কিংবা মোবাইল থেকে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। তবে বাংলাদেশের বাইরে থেকে পরিবর্তিত নম্বরে কল করতে হলে উক্ত ১১ ডিজিটের সাথে ‘৮৮’ যুক্ত করে ১৩টি ডিজিট চাপতে হবে।

গ্রাহকদের পুরাতন ও নতুন নম্বরসমূহের তালিকা বিটিসিএলের ওয়েব সাইট www.btcl.gov.bd এ দেওয়া আছে।

নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহককে নতুন নম্বরটি ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গ্রাহকবৃন্দ নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যে কোন সময় বিটিসিএলের কল সেন্টারের ফোন নম্বর ‘১৬৪০২’ তে ফোন করতে পারেন অথবা অফিস সময়ে নারায়ণগঞ্জ এক্সচেঞ্জের জন্য ০২২২৪৪৩০০০০ অথবা ০২৪৭৬৫০২০০ নম্বরে ফোন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এমআইএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।