ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক নিহত প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বনমালীপুর-নড়াইল রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় সোহেল খান (২৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।  

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বনমালীপুর-নড়াইল রেলস্টেশন থেকে ৫০ গজ দূরে অরক্ষিত একটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

সোহেল খান গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার নড়াইলখান গ্রামের নাজির খানের ছেলে।  

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ওই রেলক্রসিংয়ের উভয় পাশে দোকান থাকায় এবং গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

জানা যায়, সোহেল খান অটোরিকশা চালাতেন। সকালে তিনি অটোরিকশা নিয়ে বের হন। সকাল সাড়ে ৮টার দিকে তিনি অরক্ষিত ওই রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জের গোবড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী 'টুঙ্গীপাড়া এক্সপ্রেস' ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সোহেল খান মারা যান।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।