ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এক কিশোরীকে অপহরণের অভিযোগে করা মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা ও তার পরিবারের লোকজন। সামাজিকভাবেও হয়রানি করা হচ্ছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সদস্য ও শহরের কাউতলি এলাকার পূর্বপাড়ার বাসিন্দা সেলিম রেজা হাবিবের ছেলে তোফায়েল আহমেদ একই এলাকার ১৪ বছরের এক কিশোরীকে স্কুলে যাওয়া-আসার সময় উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই কিশোরীর বাবা তোফায়েলের পরিবারকে জানালে এতে তিনি ক্ষিপ্ত হন। পরবর্তীতে গত ১৭ আগস্ট দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তোফায়েল তার স্বজনদের সহযোগীতায় ওই কিশোরীকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যান।
এ ঘটনায় ওইদিনই থানায় অভিযোগ দেন কিশোরীর পরিবার। পরবর্তীতে ২০ আগস্ট তোফায়েল ও তার বাবা সেলিম রেজা হাবিব, তিন ভাই জুয়েল, রাসেল ও সেন্টু, চাচী মনজু আরা বেগম এবং চাচাতো ভাই শাকিলের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে সদর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন কিশোরীর বাবা।
এ মামলায় ১ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেন তোফায়েল ও তার স্বজনরা। ওইদিন আসামিরা অপহৃত কিশোরীকেও তাদের সঙ্গে নিয়ে যান আদালতে। পরবর্তীতে স্থানীয় পুলিশের সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। এদিকে গত ৩০ সেপ্টেম্বর তোফায়েল ও তার চাচাতো ভাই শাকিল এবং চাচী মনজু আরা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। শাকিল ও মনজু আরা বেগম বর্তমানে জামিনে থাকলেও তোফায়েল কারাগারে আছেন।
কিশোরীর বাবা বলেন, বিভিন্নজনের মাধ্যমে মামলা তুলে নিয়ে আপোষ করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। নানা ধরনের হয়রানি করা হচ্চে। সেলিম ও তার ছেলেদের কারণে দুর্বিষহ হয়ে উঠেছে আমাদের জীবন। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই।
তবে আওয়ামী লীগ নেতা সেলিম রেজা হাবিব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছেলে এখনো জেলহাজতে আছে। এখন এই সময়ে আপোষ মীমাংসার জন্য চাপ প্রয়োগ করার কোনো প্রশ্নই আসে না। আমরা বিষয়টি আইন অনুযায়ী আদালতে মোকাবিলা করবো।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুত্তালিব জানান, আমরা ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছি। ভিকটিমের ২২ ধারা জবানবন্দি ও তদন্ত অনুযায়ী যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের অভিযুক্ত করা হয়েছে। বাদী ফোন দিয়ে জানিয়েছেন, স্থানীয় বাজারে তাদের হুমকি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এমআরএ