ঢাকা: কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে নেদারল্যান্ডের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
সম্প্রতি দেশটির ভাখেনিঙেন বিশ্ববিদ্যালয় ও রিসার্চের এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্ট লুইজি ও ফ্রেসকোর সঙ্গে বৈঠক করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
এ সময় তিনি কৃষি গবেষণায় সহযোগিতা চান।
দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি প্রতিনিধিদলের সদস্য কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ, ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউভেন, এসিআই এগ্রো লিংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. এফএইচ আনসারী।
কৃষিমন্ত্রী বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে জলবায়ু পরিবর্তনসহনশীল ফসলের জাত উদ্ভাবনে কাজ করে যাচ্ছি। লবণাক্ততা, খরা, জলমগ্নতা, উচ্চ তাপমাত্রাসহ নানা প্রতিকূল পরিবেশে চাষের উপযোগী বিভিন্ন ফসলের জাত উদ্ভাবনে বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকরা কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে নেদারল্যান্ডসের সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রী জলবায়ু পরিবর্তন উপযোগী নতুন জাত উদ্ভাবন, পচনশীল কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়ানোর গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণ এবং বিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়টির সহযোগিতা চান।
প্রেসিডেন্ট লুইজি ও ফ্রেসকো এসব বিষয়ে সহযোগিতায় বিশেষ আগ্রহ প্রকাশ করেন। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে তিনি আশ্বাস দেন।
এছাড়া সহযোগিতার ক্ষেত্রগুলো সুনির্দিষ্ট করার প্রতি জোর দেন।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এএটি