রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পৌরকর আদায়ে প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প বসানো হচ্ছে।
সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাসিকের জনসংযোগ কর্মকর্তা মুস্তাফিজ মিশু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মহানগরবাসীর সুবিধার জন্য সোমবার থেকেই মহানগরীর সব ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প বসানো হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন ওয়ার্ড কার্যালয়ে এ ক্যাম্প পরিচালিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ পৌরকর আদায় কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, এই ক্যাম্পে সব বকেয়া পৌরকরের ওপর ১৫ শতাংশ সারচার্জ মওকুফ এবং হাল পাওনার ওপর বিধি অনুসারে প্রাপ্ত রিবেট সুবিধাসহ পৌরকর পরিশোধ করতে পারবেন। তাই মহানগরবাসীকে নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্পে পৌরকর পরিশোধের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এসএস/জেএইচটি