রাজশাহী: উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে রাজশাহীতেই সমাহিত করা হবে।
সোমবার (১৫ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম টিপু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এরপর বাদ যোহর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে তাকে রাবির গোরস্থানে দাফন করা হবে।
প্রসঙ্গত, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক সোমবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে রাজশাহীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮২ বছর। গত একমাস ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। বাসায় রেখেই তার চিকিৎসা চলছিল।
বাংলাদেশ সময়: ২৪০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এসএস/জেডএ