ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
কক্সবাজারে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ২ কক্সবাজারে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক-২

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে অপহরণের শিকার মো. হাবিবুল্লাহ (৫৫) নামে  এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) তাকে উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার মো. নাসিমের ছেলে  মো. ইকবাল হোসেন (৩২)  ও কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মো. নুরুল হকের ছেলে মো. রাশেদুল হক (৩৪)।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাইরুল ইসলাম বাংলানিউজকে জানান, ভুক্তভোগীকে নিয়ে অপহরণকারীরা হোটেলে অবস্থান করছে, এমন খবর পেয়ে সোমবার সকালে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন লোক পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা হয় এবং হাবিবুল্লাহকে উদ্ধার করা হয়।

এর আগে, রোববার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে দুর্বৃত্তরা হাবিবুল্লাহকে অপহরণ করে। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। রোববার রাতে ঘটনাটি  র‌্যাবকে জানানো হলে হাবিবুল্লাকে উদ্ধারে অভিযান শুরু হয়।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ১৬,২০২১
এসবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।