ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
সাভারে গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ সাভারে গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ

সাভার (ঢাকা): আবাসিক গ্যাস সংযোগে গ্রাহকদের চাহিদা পত্রের টাকা জমা দেওয়ার দীর্ঘ ছয় বছর পার হলেও এখনো সংযোগ পায়নি গ্রাহকরা। এতে সাভারে গ্যাস অফিসের সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা৷

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. সাভার শাখা অফিসের সামনে এ বিক্ষোভ করেন তারা।

সাভার তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যান সমিতি ও ভুক্তভোগী গ্রাহকদের উদ্দ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল সরকারকে ভুল তথ্য দিয়ে আবাসিক সংযোগ বন্ধ রেখেছে। এতে করে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। শুধু তাই নয় বৈধ সংযোগ না পেয়ে গ্রাহকরা অবৈধ সংযোগের দিকে ঝুঁকছেন।

সাভারে বৈধ গ্যাসের চেয়ে অবৈধ সংযোগই বেশি বলে জানান ঠিকাদার সংগঠন।

এ সময় বক্তব্য দেন- তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতি সাভারের আহ্বায়ক মো. নুরুল হক, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, মীর মোয়াজ্জেম হোসেন সাচ্চার।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- ঠিকাদার মো. নজরুল ইসলাম, মনির হোসেন, হুমায়ুন রশিদ, মোস্তফা কামাল, সারফরাজ হোসেন দীপু, আবু তাহের বাবুল, আশরাফুল আলম খোকন, সবুজ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।