ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাড়া নিয়ে বিতণ্ডা, মিরপুরে বাস চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
ভাড়া নিয়ে বিতণ্ডা, মিরপুরে বাস চলাচল বন্ধ ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় মিরপুরে বাস চলাচল বন্ধ হয়ে যায়

ঢাকা: সরকার নির্ধারিত ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডার জেরে মিরপুর থেকে এয়ারপোর্ট-আব্দুল্লাহপুর ও নতুনবাজার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে বাসের ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ড ও কালশি রোডে কয়েকটি বাসের শ্রমিকরা বাস থেকে যাত্রীদের নামিয়ে দেন।

এরপর থেকে ওই রুটে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

এর ফলে কালশি মোড়ে কয়েকশ’ যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। দুই ঘণ্টা ধরে অপেক্ষা করেও যাত্রীরা বাস পাননি বলে জানান।


কালশি মোড়ে বাসের জন্য যাত্রীদের অপেক্ষা

দুপুর ২টার দিকে ফেরদৌস আহমেদ নামে এক চাকরিজীবী বাংলানিউজকে বলেন, আমি দুপুর একটা থেকে কালশি মোড়ে বাসের জন্য অপেক্ষা করছি। এতক্ষণে একটি বাসও এই রুট দিয়ে চলাচল করেনি।

তিনি বলেন, লোকমুখে জানতে পেরেছি বাড়তি ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডার জেরে বাস চলাচল বন্ধ রয়েছে।

পল্লবী থানার উপপরিদর্শক সজিব খান বাংলানিউজকে বলেন, দুপুর থেকে মিরপুরে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাক-বিতণ্ডা চলছে বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে অবশ্যই আমরা ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।