ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ঝোপের ভেতর মিললো ভারতীয় মদের চালান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
সিলেটে ঝোপের ভেতর মিললো ভারতীয় মদের চালান ঝোপের ভেতর মিললো ভারতীয় মদের চালান

সিলেট: সিলেটের সীমান্তবর্তী জৈন্তপুরে পরিত্যক্ত অবস্থায় ২৭৫ বোতলের ভারতীয় অফিসার চয়েজ মদের চালান উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) চালানটি উদ্ধার করে।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিদাড়া-নয়াখেলপূর্বে অভিযান চালানো হয়। এ সময় একটি বসতবাড়ি সংলগ্ন ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২৭৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।  

র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, উদ্ধারকৃত মালামালসহ আলামতগুলো জৈন্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।