সিলেট: সিলেটের সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ভারতীয় পণ্যসহ ৭ নারী-পুরুষকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিজিবির শ্রীপুর ও জৈন্তাপুর ক্যাম্পের পৃথক অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ ভারতীয় পণ্য এবং ৫ নারীসহ ৭ ভারতীয় নাগরিককে আটক করা হয়।
বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির শ্রীপুর কোম্পানী কমান্ডার ইব্রাহিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য বহনকারী একটি লাইটেস পণ্য নিয়ে সিলেটে যাওয়ার প্রাক্কালে ধাওয়া করে ১৯বিজিবির আওতাভুক্ত এলাকা ইমরান আহমদ মহিলা কলেজ রোড এলাকায় হতে আটক করতে সক্ষম হয়। পরে ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের কাছে ভারতীয় পণ্যসহ লাইটেস গাড়ি হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে শ্রীপুর আসামপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫ নারীসহ ৭ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি-৪৮ এর শ্রীপুর কোম্পানী কমান্ডার।
শ্রীপুর কোম্পানী কমান্ডার মো. ইব্রাহিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহজনকভাবে ৭ নাগরিক আটক করা হয়েছে। তারমধ্যে ৫ জন নারী ও ২ জন পুরুষ। তারা বাংলাদেশের শ্রীমঙ্গলের বাসিন্দা বলে দাবি করলেও তথ্য যাচাই করার জন্য শ্রীমঙ্গল বিজিবির সহায়তা চাওয়া হয়েছে। প্রকৃত অর্থে তারা বাংলাদেশের নাগরিক হলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে অন্যতায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এনইউ/এএটি