ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সালথায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
সালথায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক এক

ফরিদপুর: ফরিদপুরের সালথায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ পারভেজ মাতুব্বর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  

আটক পারভেজ ও আ. আলিম মোল্যা নামে এক ডিলারের নাম উল্লেখ করে সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

যার নম্বর-১০। আটক পারভেজ উপজেলার গৌড়দিয়া গ্রামের হোসেন মাতুব্বরের ছেলে।  

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গৌড়দিয়া বাজারে অভিযান চালিয়ে ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়। এসময় পারভেজ নামে একজনকে আটক করা হয়।  

সালথা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বাংলানিউজকে বলেন, কালো বাজারে কিছু চাল বিক্রি হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ বস্তা চালসহ একজনকে আটক করেছে পুলিশ। এটা খাদ্যবান্ধব চাল কিনা সেটা তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।