ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আদিতমারীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিশেষ অভিযানে নির্বাচনী সহিংসতার মামলার আসামিসহ ১৭ জনকে গ্রেফতার পুলিশ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

তিনি বলেন, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী সহিংসতার ঘটনায় এ থানায় ১০টি মামলা নথিভুক্ত করা হয়েছে। যার মধ্যে একটি পুলিশ ও তিনটি মামলার বাদী সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং বাকি ৬টি করেছে প্রার্থী ও সমর্থকরা। প্রতিটি মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। দুর্গাপুরের উত্তর গোবধা দাখিল মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাদী হয়ে ৭২ জনের নামসহ অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে। একইভাবে বাকি মামলায় আসামির সংখ্যা বেশি।

নির্বাচনী সহিংসতার মামলার মধ্যে মহিষখোচা ইউনিয়নে দুটি, দুর্গাপুরে তিনটি, ভেলাবাড়িতে দুটি, সারপুকুরে একটি, কমলাবাড়িতে একটি ও সাপ্টিবাড়ি ইউনিয়নে একটি মামলা। এসব মামলার আসামিদের গ্রেফতারে সোমবার (১৫ নভেম্বর) দিনগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আদিতমারী থানা পুলিশ। এ সময় নির্বাচনী সহিংসতার মামলায় ১২ জন, ওয়ারেন্টভুক্ত দুইজন ও নিয়মিত মামলায় তিনজনসহ মোট ১৭জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারদের মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে বলেও জানান আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।