ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আফজল খানের মৃত্যুতে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আফজল খানের মৃত্যুতে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির শোক

ঢাকা: কুমিল্লা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) আলাদা শোক বার্তায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি মরহুম আফজল খানের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

  

বীর মুক্তিযোদ্ধা আফজল খান মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর এবং তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বুধবার (১৭ নভেম্বর) বাদ জোহর টাউনহল প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আফজল খান কুমিল্লায় ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার মৃত্যুতে কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এমইউএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।